ছাত্রলীগ নেতার হাত কেটে নিল দুর্বৃত্তরা
পটুয়াখালীর কলাপাড়ায় কুপিয়ে এক ছাত্রলীগ নেতার হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ জুলাই) রাত দশটার দিকে কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ছাত্রলীগ নেতার নাম রাকিবুল (২২)। তিনি মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাত্রলীগ নেতা রাকিবুল অভিযোগ করে বলেন, রাত দশটার দিকে আমি তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। এ সময় তেগাছিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন আমার ওপর হামলা করে। তাদের এলোপাতাড়ি কোপে আমার কব্জি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি কোপ লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এদিকে, হামলা ও সংঘর্ষের সময় অভিযুক্ত ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানও আহত হন। তারা কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এ বিষয়ে কোনো দিতে রাজি হননি তারা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Website: https://DsenTv24.com
YouTube: https://www.youtube.com/DsenTv24
Facebook: https://www.facebook.com/DsenTv24
Twitter: http://www.twitter.com/DsenTv24
Google News: https://news.google.com/s/CBIw3PSh4F8
Linkedin: https://www.linkedin.com/in/dsentv24
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
[প্রিয় পাঠক, আপনিও DsenTv24 এর অনলাইনের অংশ হয়ে উঠুন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফ্যাশন, লাইফস্টাইল, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]