চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
কোভিড-১৯ ”করোনাভাইরাস”পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের অধীন ১৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই শনিবার বিকেল ৪ টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট নুডুলস, ১টি সাবান ও ৫টি মাস্ক। অনুষ্ঠানের শুরুতে সরকার, দেশ ও জাতির কল্যাণ কামনা ও করোনা থেকে রক্ষায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম মাওলানা আলহাজ্ব ফজল আহমেদ। করোনাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ধন্যবাদ জানান কমান্ডার মোজাফফর।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহামদ, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্ল্যাহ, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ, হালিশহর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ,

বন্দর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, ইপিজেড থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ মন্নান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমূখ।
এসময় কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদন / DsenTv24
Website: https://DsenTv24.com
YouTube: https://www.youtube.com/DsenTv24
Facebook: https://www.facebook.com/DsenTv24
Twitter: http://www.twitter.com/DsenTv24
Google News: https://news.google.com/s/CBIw3PSh4F8
Linkedin: https://www.linkedin.com/in/dsentv24
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
[প্রিয় পাঠক, আপনিও DsenTv24 এর অনলাইনের অংশ হয়ে উঠুন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফ্যাশন, লাইফস্টাইল, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]