কর্ণফুলী উপজেলায় লকডাউন বাস্তবায়ন করতে কাজ করছে প্রশাসন
কঠোর লকডাউন অমান্য করায় কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার। এ সময় জরিমানার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়।
গতকাল শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১৩টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসিল্যান্ড শিরীন আক্তার বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, ও দোকান খোলা রাখা সহ বিভিন্ন বিভিন্ন অপরাধে মোট ১৩ টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়ার অনুরোধ করছি সকলকে।
বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান চলমান থাকবে।
কর্ণফুলী উপজেলা প্রতিনিধি / DsenTV24
Website: https://DsenTv24.com
YouTube: https://www.youtube.com/DsenTv24
Facebook: https://www.facebook.com/DsenTv24
Twitter: http://www.twitter.com/DsenTv24
Google News: https://news.google.com/s/CBIw3PSh4F8
Linkedin: https://www.linkedin.com/in/dsentv24
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
[প্রিয় পাঠক, আপনিও DsenTv24 এর অনলাইনের অংশ হয়ে উঠুন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফ্যাশন, লাইফস্টাইল, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]