অসহায় মানুষের পরম বন্ধু লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন
এই পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় যারা নিজের চাইতে অন্যর চিন্তা বেশী করেন, যারা সবসময়ই অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের সেবা করার জন্য সদা প্রস্তুত থাকে। ঠিক তেমনি একজন সাদা মনের মানুষ হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের আমেরিকা প্রবাসী আলহাজ্ব ফজল আহমদ মেম্বারের ছেলে লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন।
লায়ন মোহাম্মদ জসীম উদ্দীন মানবসেবার ক্ষেত্রে নির্দিষ্ট কোন এলাকার মধ্য নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই, যেখান অসহায় মানুষের আর্তনাতের খবর আসে, উনি সেখানে গিয়ে নিজের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। লায়ন মোহাম্মদ জসীম উদ্দীন স্কুল জীবন থেকে সহপাঠী সহ বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের বিভিন্ন খাতা, কলম, গাইড বই দিয়ে যে মানবতার যে যাত্রা বিশ বছর আগে শুরু করেছিলেন তা এখনও বিরাজমান আছে।

২০০৩ সাল থেকে নিজে রক্তদানের পাশাপাশি যতটুকু সম্ভব অন্যদেরও রক্তদানে উৎসাহিত চেষ্টা করে যাচ্ছিলেন। এরপর ২০১৪ শেষের দিকে বাংলাদেশের স্বনামধন্য অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকে কার্যকরী সদস্য হিসেবে যোগদান করে মডারেঢ়র থেকে এডমিন প্যানেলে পদোন্নতি হয়।
এরপর নিজের এলাকার মানুষের কথা ভেবে “কর্ণফুলী ব্লাড ডোনার্স ক্লাব” নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং চারবার এলাকায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে এলাকার যুবক ভাইদের রক্তদানে উদ্ভোধ্য করেন, যার সুফল শুধু কর্ণফুলী উপজেলা নয় চট্টগ্রাম মেডিকেল সহ অনেক প্রাইভেট হাসপাতালের রোগীরা পর্যন্ত পাচ্ছে।
এরপর লায়ন মোহাম্মদ জসীমউদ্দীন এলাকার তরুণদের নিয়ে যারা বিপদগামী হওয়ার সম্ভাবনা তাদের নিয়ে প্রতিষ্টা করলেন আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোকিত শিকলবাহা” যাদেরকে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে খারাপ অভ্যাস থেকে দুরে রেখে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলায় আলোকিত শিকলবাহার মুল লক্ষ্য।

আপনারা হয়তো ইতিমধ্য জানেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার এক বৃদ্ধা অসহায় অসুস্থ মায়ের এক বছরের ঔষদের দায়িত্ব নিয়েছেন লায়ন মোহাম্মদ জসীম উদ্দীন এর প্রতিষ্ঠিত (ARP FOUNDATION)।
আলহামদুলিল্লাহ, এই অসুস্থ মাকে আমরা চতুর্থ মাসের ঔষদের খরচ তুলে দিতে পেরে মহান আল্লাহর দরবারের শোকরিয়া। লায়ন মোহাম্মদ জসীম উদ্দীন এর পক্ষ থেকে এই টাকা তুলে দিচ্ছেন হ আলোকিত শিকলবাহার এডমিন প্যানেলের সদস্য মোহাম্মদ রুবেল, মোহাম্মদ কাইয়ুম ও কালেরকন্ঠ শুভসংঘ কর্ণফুলি শাখার কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ দৌলত।
Website: https://DsenTv24.com
YouTube: https://www.youtube.com/DsenTv24
Facebook: https://www.facebook.com/DsenTv24
Twitter: http://www.twitter.com/DsenTv24
Google News: https://news.google.com/s/CBIw3PSh4F8
Linkedin: https://www.linkedin.com/in/dsentv24
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
[প্রিয় পাঠক, আপনিও DsenTv24 এর অনলাইনের অংশ হয়ে উঠুন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফ্যাশন, লাইফস্টাইল, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]